কুমিল্লার বিখ্যাত ব্যক্তিদের নাম
কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।এটি খাদি কাপড় ও রসমালাই এর জন্য বিখ্যাত
অবস্থান ও আয়তন
অবস্থান: ভৌগেলিকভাবে এই জেলাটি ২৩°১” উত্তর অক্ষাংশ হতে ২৪°১১” উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৪” পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯১°২২” পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
উল্লেখযোগ্য পণ্য
রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। কুমিল্লার রসমলাই সারাদেশে এক নামে পরিচিত। দুধ, ছানা ও চিনি সমন্বয়ে তৈরি এ মিস্টান্ন। যার প্রচলন কুমিল্লাতেই শুরু হয়। এছাড়াও অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি প্রস্ত্ততের জন্য কুমিল্লা বিখ্যাত। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর (খাদি) শিল্পের জন্য। ১৯২১ সাল থেকে খদ্দর এ অঞ্চলে প্রচলিত। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎর্কষে প্রচুর খ্যাতি লাভ করেছিল। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হত।
কৃতী ব্যক্তিত্ব
- শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাসৈনিক ও সাবেক গণপরিষদ সদস্য। (২ নভেম্বর, ১৮৮৬ - ২৯ মার্চ, ১৯৭১) একজন বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক।তার পরিচিতি মূলত একজন রাজনীতিবিদহিসেবে। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে তিনি রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন।

পুরস্কার ও সম্মননা
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও এদেশের স্বাধীনতা সংগ্রামে অসাধারণ অবদানের জন্য ১৯৯৭ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে তাকে “ভাষা ও স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।স্মারক
কুমিল্লা পৌরসভা কর্তৃপক্ষ মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, বিশিষ্ট সংসদ সদস্য ও আইনজীবী হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে রাস্তার নামকরণ করে। জেলা প্রশাসক কার্যালয় থেকে শহীদ খাজা নিজাম উদ্দিন সড়ক পর্যন্ত রাস্তাটি এখন থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক নামে পরিচিত। ১৮ জুলাই ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হলে তার নামে একটি ই-লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়।শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণে ২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যলয়-এ ঐ বছরই ছাত্রদের জন্য "শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল" নামে একটি আবাসিক হল নির্মাণ করা হয়। পরবর্তীতে কুমিল্লা স্টেডিয়াম এর নামকরণ করা হয় " ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম "রায় বাহাদুর অানন্দ চন্দ্র রায়, প্রতিষ্ঠাতা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।-
- শচীন দেব বর্মণ, বিখ্যাত গীতিকার ও সুরকার।
ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী, বাংলাদেশ।অন্য নাম এস্ִ ডি বর্মণ কার্যকাল ১৯৩৩-১৯৭৫ দাম্পত্য সঙ্গী মীরা দেববর্মণ, বিবাহ-পূর্বঃ মীরা দাসগুপ্ত (১৯২৩-২০০৭) সন্তান রাহুল দেববর্মণ পুরস্কার ১৯৫৮: সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার - পূর্ণ তালিকা কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৬স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী কাজের মেয়াদ
২০০১ – ২০০৬ব্যক্তিগত বিবরণ জন্ম ১ অক্টোবর ১৯৪৬
গয়েশপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত(বর্তমান দাউদকান্দি উপজেলা, কুমিল্লা জেলা, বাংলাদেশ)জাতীয়তা বাংলাদেশী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাম্পত্য সঙ্গী বিলকিস আখতার হোসেন সন্তান - খন্দকার মাহবুব হোসেন
- খন্দকার মারুফ হোসেন
- মেহজাবিন খন্দকার
শিক্ষা পিএইচডি (ভূতত্ত্ব) প্রাক্তন শিক্ষার্থী পেশা ভূতত্ত্ববিদ এবং রাজনীতিবিদ - ডঃ মোবারক হুসাইন-শিবিরের কেন্দ্রীয় সভাপতি
- মেজর জেনারেল সুবিদ আলী ভুইঞা অবসরপ্রাপ্ত, তিন বারের সফল এমপি
- এম কে আনোয়ার সাবেক কৃষিমন্ত্রী, বাংলাদেশ।
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,সাবেক মন্ত্রী
- লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অবঃ), OSP, BGBM, awc, psc. বিজিবি'র সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ।
- আখতার হামিদ খান, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি।
- মুজিবুল হক মুজিব, সাবেক রেলমন্ত্রী, বাংলাদেশ।
- অধ্যাপক ডাঃ প্রাণগোপাল দত্ত, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
- শিব নারায়ণ দাস, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার।
- আপেল মাহমুদ বাংলাদেশের বেতার ও বিটিভির সাবেক মহা পরিচালক গীতিকার গায়ক বীর মুক্তিযুদ্ধা
- রাহুল দেব বর্মণ
- মেজর আব্দুল গণি, বীর প্রতীক, প্রতিষ্ঠাতা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
- আজিজুর রহমান সরকার, প্রাক্তন কৃষিমন্ত্রী, বাংলাদেশ।
- এনামুল হক মনি, আইসিসি আম্পায়ার।
- আ হ ম মোস্তফা কামাল লোটাস, অর্থমন্ত্রী, বাংলাদেশ ও সাবেক আইসিসি সভাপতি।
- সুফিয়া কামাল, কবি ও নারী নেত্রী।
- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, লেখিকা, সমাজ কর্মী ও জমিদার।
- বুদ্ধদেব বসু, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার ও নাট্যকার।
- মোঃ তাফাজ্জাল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।
- কাজী জাফর আহমেদ, রাজনীতিবিদ ও বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী।
- ব্যারিস্টার শফিক আহম্মেদ, সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ।
- আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
- জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা প্রধান, বাংলাদেশ।
- অধ্যাপক আলী আশরাফ এমপি (সাবেক ডেপুটি স্পীকার, জাতীয় সংসদ)
- সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
- অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
- অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ,উপাচার্য,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- রফিকুল ইসলাম (বিজ্ঞানী), চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী।
- আতিকুল ইসলাম - মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
- আসিফ আকবর সঙ্গীত শিল্পী।
- আহমেদ উল্লাহ্ সাহিত্যিক ও গীতিকার, বাংলাদেশ বেতার।
- আলম আরা মিনু সঙ্গীত শিল্পী।
- ড.মিজানুর রহমান আল আজহারী,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,পিএইজডি গবেষক মিশর,মালয়েশিয়া।
- ড.রেদোয়ান আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী, বর্তমান এলডিপি মহাসচিব।
- শামসুর রহমান শুভ,ক্রিকেটার বাংলাদেশ জাতীয়
দল - শচীন দেব বর্মণ, বিখ্যাত গীতিকার ও সুরকার।


Foysal Hossain decans. X National player of Bangladesh cricket team. Onar nam koi vai?
ReplyDeleteবাংলার কালো বাঘ তৎকালীন এমপি মরহুম সুলতান আহম্মদ
ReplyDeleteলোটাস কামাল এমপি fca সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী এবং বাংলাদেশের সফল বিজনেস আইকন
ReplyDeleteইসুব আব্দুল্লাহ হারুন এমপি এফসিএ এবং বাংলাদেশের এক সময়কার অন্যতম সেরা ধনী এবং সফল ব্যবসায়ী আইকন এই দুইজনের নাম অন্তর্ভুক্ত করা অবশ্যই উচিত
১.ব্যরিস্টার তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান বিচারপতি, গ্রাম-লালপুর, তিতাস,কুমিল্লা।
ReplyDelete২.আবদুর রশিদ ইঞ্জিনিয়ার, সাবেক শ্রম ও জনশক্তি মন্ত্রী, গ্রাম-উত্তর নছরদ্দি, দাউদকান্দি,কুমিল্লা।
৩.খন্দকার মোশতাক, সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, গ্রাম- দশ পাড়া, দাউদকান্দি,কুমিল্লা।
৪.গাজী মাজহারুল আনোয়ার, বিখ্যাত ধারা ভাষ্যকার, সুরকার, গীতিকার, গ্রাম- ভাউরিয়া, দাউদকান্দি,কুমিল্লা।
৫.জামাল উদ্দিন সরকার, সাবেক বিমান বাহিনী প্রধান, গ্রাম-উত্তর বাহেরচর,দাউদকান্দি,কুমিল্লা।
উসমান,kingdom of uk cashier (sub continent), জমিদার,
DeleteDr. Sayed Abdullah MD. Tahir
ReplyDeleteEx President islami chatra shibir, ex parliament member
তোমাদের বাবা মনিরুল হক চৌধুরী নাম কোথায়
ReplyDeleteআমি রফিকুল ইসলাম দেশ নিয়ে চিন্তা করি আমার নাম কই,
ReplyDelete