কুমিল্লার বিখ্যাত ব্যক্তিদের নাম

কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।এটি খাদি কাপড় ও রসমালাই এর জন্য বিখ্যাত

অবস্থান ও আয়তন


অবস্থান: ভৌগেলিকভাবে এই জেলাটি ২৩°১” উত্তর অক্ষাংশ হতে ২৪°১১” উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৪” পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯১°২২” পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।

উল্লেখযোগ্য পণ্য

রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। কুমিল্লার রসমলাই সারাদেশে এক নামে পরিচিত। দুধ, ছানা ও চিনি সমন্বয়ে তৈরি এ মিস্টান্ন। যার প্রচলন কুমিল্লাতেই শুরু হয়। এছাড়াও অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি প্রস্ত্ততের জন্য কুমিল্লা বিখ্যাত। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর (খাদি) শিল্পের জন্য। ১৯২১ সাল থেকে খদ্দর এ অঞ্চলে প্রচলিত। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎর্কষে প্রচুর খ্যাতি লাভ করেছিল। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হত।

কৃতী ব্যক্তিত্ব


8 comments:

  1. Foysal Hossain decans. X National player of Bangladesh cricket team. Onar nam koi vai?

    ReplyDelete
  2. বাংলার কালো বাঘ তৎকালীন এমপি মরহুম সুলতান আহম্মদ

    ReplyDelete
  3. লোটাস কামাল এমপি fca সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী এবং বাংলাদেশের সফল বিজনেস আইকন
    ইসুব আব্দুল্লাহ হারুন এমপি এফসিএ এবং বাংলাদেশের এক সময়কার অন্যতম সেরা ধনী এবং সফল ব্যবসায়ী আইকন এই দুইজনের নাম অন্তর্ভুক্ত করা অবশ্যই উচিত

    ReplyDelete
  4. ১.ব্যরিস্টার তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান বিচারপতি, গ্রাম-লালপুর, তিতাস,কুমিল্লা।
    ২.আবদুর রশিদ ইঞ্জিনিয়ার, সাবেক শ্রম ও জনশক্তি মন্ত্রী, গ্রাম-উত্তর নছরদ্দি, দাউদকান্দি,কুমিল্লা।
    ৩.খন্দকার মোশতাক, সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, গ্রাম- দশ পাড়া, দাউদকান্দি,কুমিল্লা।
    ৪.গাজী মাজহারুল আনোয়ার, বিখ্যাত ধারা ভাষ্যকার, সুরকার, গীতিকার, গ্রাম- ভাউরিয়া, দাউদকান্দি,কুমিল্লা।
    ৫.জামাল উদ্দিন সরকার, সাবেক বিমান বাহিনী প্রধান, গ্রাম-উত্তর বাহেরচর,দাউদকান্দি,কুমিল্লা।

    ReplyDelete
    Replies
    1. উসমান,kingdom of uk cashier (sub continent), জমিদার,

      Delete
  5. Dr. Sayed Abdullah MD. Tahir
    Ex President islami chatra shibir, ex parliament member

    ReplyDelete
  6. তোমাদের বাবা মনিরুল হক চৌধুরী নাম কোথায়

    ReplyDelete
  7. আমি রফিকুল ইসলাম দেশ নিয়ে চিন্তা করি আমার নাম কই,

    ReplyDelete

Powered by Blogger.