খাশোগি হত্যায় ছাড় পাবে না সৌদি আরব : নিক্কি হ্যালি
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরব ছাড় পাবে না। আমরা কখনই তাদের ছাড় দিতে পারি না। একই কাজ দ্বিতীয়বার করার সুযোগ তাদের দিতে পারি না।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এই অপরাধ ক্ষমা করতে পারি না। আমি মনে করি সৌদি আরবের সঙ্গে আমাদের মারাত্মক কঠিন আলাপ করা দরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামের আদ্যাক্ষর উল্লেখ করে তিনি বলেন, এটি সৌদি সরকারের জবাবদিহিতার আওতায়। আর এমবিএস হচ্ছে সৌদি সরকারের প্রধান। কাজেই তাদের সবাই এ জন্য দায়ী। তাদের কাউকে ছাড় দেয়া যেতে পারে না-না কোনো ব্যক্তি, না সৌদি সরকারকে।
নিক্কি হ্যালি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে সামলাতে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়

No comments