আপনার খামারের বক্নাকে কখন প্রথমবারের মতো বীজ বা সেমেন দিবেন?

আপনার খামারের বক্নাকে কখন প্রথমবারের মতো বীজ বা সেমেন দিবেন? ক্রেডিট mukti mahmud ভাই।

 আজকের পোস্টে উপরে উল্লেখিত বিষয় নিয়ে আলোচনা করবো কারণ ব্যাপারটি ইদানীং আমাকে খুব পীড়া এবং যন্ত্রণা দিচ্ছে। কিছু নতুন খামারী ইনবক্সে প্রায়শই ব্যাপারটি নিয়ে প্রশ্ন করছে,বুঝিয়ে দিলেও বুঝছেনা বা মেনে নিতে চাইছেনা! আসলে আমি কোন টেক্সট বুক নোট বা থিওরি গুলি শতভাগ গ্রহন করি না কখনো যতক্ষণ না সেগুলির প্রাকটিকাল রেজাল্ট দেখি! তিন দশক ধরে গরু পালনের সাথে যুক্ত তাই প্রাকটিকাল বা বাস্তব দৃশ্যটা বেশী গ্রহনযোগ্য মনে হয় আমার কাছে। টেক্সট বুক থিওরির অবশ্যই দাম আছে কারণ সেগুলি পরীক্ষা নীরিক্ষার মাধ্যমেই পাওয়া। আসলে প্রেক্ষাপটের ভিন্নতার কারণে থিওরি অনুযায়ী সব কিছু মেলে না। যাই হোক, এবার আসল কথায় আসছি।
 ধরুন আপনার একটি ফ্রিজিয়ান জাতের বক্না আছে। লোক মুখে জেনেছেন ফ্রিজিয়ান বক্না ১৩/১৪ মাসে হিটে আসে এবং কনসিভ করানো যায়! আপনিও বক্নার বয়স ১৩/১৪ মাস হলে অস্থির হয়ে উঠছেন বক্নার হিটে আসার জন্য, ভিটামিন দিচ্ছেন, মিনেরালস দিচ্ছেন, হরমোন দিচ্ছেন। আপনি আসলে চরম ভুল করছেন!!!
 কেনো জানেন? কারণ আপনার জানার মধ্যেই ভুল ছিল! আপনি শুধু বক্নার বয়সটাই হিসাবে এনেছেন,দৈহিক ওজনটা আনেন নি! যেখানে দৈহিক ওজনটাই মুখ্য! একটা পিওর ফ্রিজিয়ান জাতের বক্নার পিউবার্টি হয় ১২/১৩ মাস বয়সে। কিন্তু পিউবার্টি হলেই তাকে সেমেন বা বীজ দেওয়ার উপযোগী মনে করা যাবে না, তার দৈহিক ওজন হতে হবে ৫৪০ কেজি থেকে ৫৮০ কেজি। এটাতো গেলো পিওর ফ্রিজিয়ান বক্নার দৈহিক ওজনের কথা। এবার বয়সের ব্যাপারে আসি,তার বয়স হবে ২৪ মাস! অনেকে বলবেন এই লোক বলে কি! তো, আপনি যদি দৈহিক ওজনের ব্যাপারটা আদর্শ মানের খাদ্য বক্নাকে খাইয়ে আরো কম বয়সে নিয়ে আসতে পারেন তাহলে কোন সমস্যা নেই কিন্তু। বহির্বিশ্বে,আধুনিক খামারীরা সেটাই করে থাকে। তাও দেখা গেছে তাদের খামারের বক্না গুলি ১৭.৯ মাস বয়সে গর্ভধারনের জন্য উপযোগী হিসাবে ধরা হয় বা এই বয়সে গর্ভধারণ করায়। ব্যাপারটা অনেকটা মানুষের কম বয়সী আর উপযুক্ত বয়সী বিবাহিত মেয়েদের গর্ভধারণের ব্যাপারটির মতো। কম বয়সী বিবাহিত মেয়েরা যেমন অল্প বয়সে মা হলে বিভিন্ন সমস্যা দেখা দেয় বক্নার ক্ষেত্রেও সেইরকমই ঘটে।
 এবার আসা যাক আমাদের দেশের ফ্রিজিয়ান গুলির ব্যাপারে যেগুলি কোনোটাই ১০০% পিওর নয়। তাদের দেহও পিওর ফ্রিজিয়ান গুলির সমান নয়। যেহেতু সেগুলিতে বস ইন্ডিকাসের (দেশী/শাহীওয়াল) ব্লাড লাইন কিছু না কিছু আছেই তাই তাদের পিউবার্টিও দেরীতে আসবে কিছুটা সেটাই স্বাভাবিক। তাই এই ধরনের জাতের বক্নার ক্ষেত্রে সেমেন বা বীজ দেওয়ার উপযোগী বয়স হবে গড়ে ২০ মাস/২২ মাস এবং তখন তাদের ওজন হবে ২৭০-৩০০ কেজির আশে পাশে। যদি ব্লাডলাইনে বস ইন্ডিকাসের(দেশী/শাহীওয়াল ইত্যাদি) অংশ বেশী থাকে তবে গড় বয়স কিছুটা বাড়বে ওজন কিছুটা কমবে। তবে আপনি পিউবার্টি হয়ে গেলেই কিন্তু বক্নাকে বীজ দিতে পারবেন,বক্না গর্ভবতীও হবে, কিন্তু সেই বক্না থেকে আশানুরূপ উৎপাদন পাবেন না!!!
পরিশেষে একটা কথাই বলে রাখছি, বক্নাকে ঐ সময়েই প্রথমবারের মতো সেমেন বা বীজ দিবেন যখন তার চেহারায় গাভী গাভী ভাবটা মাত্র ফুটতে শুরু করেছে। ঐটাই সবচাইতে আদর্শ সময়!!!

No comments

Powered by Blogger.