মুরগীর ঠান্ডা লাগলে কি ওষুধ ব্যবহার করবেন তা জেনে নিন।
মুরগীর ঠান্ডা জনিত রোগ এবং কিছু কথা:-
মুরগীর ঠান্ডা, নাক দিয়ে পানি ঝাড়ে, কাশি ও আছে কি করতে পারি?
এটা খুব কমন একটা প্রশ্ন এবং কমন একটা সমস্যা।
অনেকই এর জন্য মুরগীকে ওনেক ঔষধ দিয়ে দেন। এতে কাজ তো হয়না বরং বাচ্চা দুর্বল হয়ে পড়ে। আজ এটা নিয়ে আমার মতামত বলি।
মুরগীর ঠান্ডা জনিত রোগের কারন কি?
১। লিটার অত্যাধিক শুকনা থাকার ফলে মুরগীর ঠান্ডা লাগতে পারে।
২। লিটারে ডাস্টের পরিমান বেশী থাকলে মুরগীর ঠান্ডা লাগতে পারে।।
৩। মুরগীর গায়ে অথবা ফার্মে সরাসরি বাতাস প্রবেশ করলে (বিশেষ করে শীতকালে) মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৪। হ্যাচারি ভ্যাকসিনেশন (স্প্রে) এর ফলেও মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৫। ফার্মে অত্যাধিক এমোনিয়া গ্যাস জমলেও মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৬। কম জায়গায় বেশী মুরগী পালন করলে ও এই রোগ দেখা দিতে পারে ইত্যাদি।
মুরগীর এই রোগ দেখা দিলে তার প্রতিকার না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হবে এবং পরবর্তীতে শ্বাসতন্ত্রের কার্যাবলী ব্যাহত হবে এবং অন্যান্য রোগ সহজেই আক্রমন করবে।
খুব সহজেই এই রোগের প্রতিরোধ করতে পারি আমরা -
এটা প্রতিরোধ করতে হলে কয়েকটিমাত্র বিষয় খেয়াল রাখতে হবে, তা হল:-
মুরগীর গায়ে সরাসরি বাতাস লাগতে দেওয়া যাবে না। এবং রাতে ফার্মে বাহিরের ঠান্ডা বাতাস ঢুকতে দেয়া যাবে না। শেডের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে যেন গ্যাস না জমতে পারে। জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। বিশেষ করে শীতে ফার্মে তাপমাত্রা সঠিক ভাবে রাখতে হবে।যথাযথ মাত্রায় আর্দ্রতা রক্ষা করতে হবে। শেডের থেকে এমোনিয়া ও কার্বন ডাই অক্সাইডসহ খারাপ গন্ধ দূর করতে হবে। ফার্মে রসুন এবং আদা ব্যবহার করতে পারি। এবং পানির পাত্র বাড়িয়ে দিতে পারি।
সর্ব শেসঃ AZIN Vet ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। যদি মুরগীর কাশি ও থাকে তাহলে ব্রংকোভেট ১ এম এল ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন।
ডাক্তারের পরামর্শ মত ভালমানের শ্বাসতন্ত্র উত্তেজক ঔষধ প্রয়োগ করা যেতে পারে। ডাক্তার এন্টিবায়োটিক সাজেস্ট করলে যথাযথ ডোজ মেনে প্রয়োগ করতে পারি।
#শুধুমাত্র_অভিজ্ঞতা_থেকে_বলা।
#ভুল_হলে_ক্ষমা_করবেন।
মুরগীর ঠান্ডা, নাক দিয়ে পানি ঝাড়ে, কাশি ও আছে কি করতে পারি?
এটা খুব কমন একটা প্রশ্ন এবং কমন একটা সমস্যা।
অনেকই এর জন্য মুরগীকে ওনেক ঔষধ দিয়ে দেন। এতে কাজ তো হয়না বরং বাচ্চা দুর্বল হয়ে পড়ে। আজ এটা নিয়ে আমার মতামত বলি।
মুরগীর ঠান্ডা জনিত রোগের কারন কি?
১। লিটার অত্যাধিক শুকনা থাকার ফলে মুরগীর ঠান্ডা লাগতে পারে।
২। লিটারে ডাস্টের পরিমান বেশী থাকলে মুরগীর ঠান্ডা লাগতে পারে।।
৩। মুরগীর গায়ে অথবা ফার্মে সরাসরি বাতাস প্রবেশ করলে (বিশেষ করে শীতকালে) মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৪। হ্যাচারি ভ্যাকসিনেশন (স্প্রে) এর ফলেও মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৫। ফার্মে অত্যাধিক এমোনিয়া গ্যাস জমলেও মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৬। কম জায়গায় বেশী মুরগী পালন করলে ও এই রোগ দেখা দিতে পারে ইত্যাদি।
মুরগীর এই রোগ দেখা দিলে তার প্রতিকার না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হবে এবং পরবর্তীতে শ্বাসতন্ত্রের কার্যাবলী ব্যাহত হবে এবং অন্যান্য রোগ সহজেই আক্রমন করবে।
খুব সহজেই এই রোগের প্রতিরোধ করতে পারি আমরা -
এটা প্রতিরোধ করতে হলে কয়েকটিমাত্র বিষয় খেয়াল রাখতে হবে, তা হল:-
মুরগীর গায়ে সরাসরি বাতাস লাগতে দেওয়া যাবে না। এবং রাতে ফার্মে বাহিরের ঠান্ডা বাতাস ঢুকতে দেয়া যাবে না। শেডের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে যেন গ্যাস না জমতে পারে। জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। বিশেষ করে শীতে ফার্মে তাপমাত্রা সঠিক ভাবে রাখতে হবে।যথাযথ মাত্রায় আর্দ্রতা রক্ষা করতে হবে। শেডের থেকে এমোনিয়া ও কার্বন ডাই অক্সাইডসহ খারাপ গন্ধ দূর করতে হবে। ফার্মে রসুন এবং আদা ব্যবহার করতে পারি। এবং পানির পাত্র বাড়িয়ে দিতে পারি।
সর্ব শেসঃ AZIN Vet ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। যদি মুরগীর কাশি ও থাকে তাহলে ব্রংকোভেট ১ এম এল ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন।
ডাক্তারের পরামর্শ মত ভালমানের শ্বাসতন্ত্র উত্তেজক ঔষধ প্রয়োগ করা যেতে পারে। ডাক্তার এন্টিবায়োটিক সাজেস্ট করলে যথাযথ ডোজ মেনে প্রয়োগ করতে পারি।
#শুধুমাত্র_অভিজ্ঞতা_থেকে_বলা।
#ভুল_হলে_ক্ষমা_করবেন।


Amr akti murgi 2 bar dim parse akhon bortomane Baccha nia ase kintu murgir sorir onek gorom r bose thake ki korbo ektu bolben plz
ReplyDeleteamar morgir onek thenda r kashi gar gar sobdu kore ki kora jay akto bolben
ReplyDeleteCepro A vet 1gm khaowan....tablet ti 6vag kore 1vag 1vag sokal bikal khawan
DeleteAmar kobutor ke thanda lagche shudhu jhemay,
ReplyDeleteAkhon ki korte hobe plz bolben.
ভাই আমার মুরগির বয়স ১৭ দিন ১২ দিন থেকে ঠান্ডা লেগেছে যে কারনে ব্যাক্সিন করতে পারিনি
ReplyDeleteবেশ কিছু ঔষধ চালিয়েছি কিন্তুু কমছে না
কি করবো?
একটু বলবেন
ভাই আমার মুরগির বয়স ১৩ দিন শুধু মুরগি কাশি দিচ্ছ। বঙোভেট দিয়েছি কিন্তুু সারছে না। কি করতে পারি দয়া করে বলবেন
ReplyDeleteআমার মুরগীর বয়স ৭,কিছু বাচ্চা জিমায়
ReplyDeleteCipro A Vet হবে?
ReplyDeleteমুরগির ঠান্ডা লাগছে কি ঔশধ দিব ১৫ টার মত মারা ও গেছে
ReplyDeleteমুরগির ঠান্ডা লাগছে কি ঔশধ দিব ১৫ টার মত মারা ও গেছে
ReplyDeleteদেশীয় কাঠের ব্লগার
ReplyDelete১৫ দিন বয়স মুরগির কেট লেগে অাছে ১৫ দিন এ ঠান্ডার অর পেট খারাপ এর ঔষধকি দেওয়া যায় জানাবেন প্লিজ?
ReplyDeleteআমার মুরগির নাকে সরদি আছে গলার মধ্যে গড়গড় শব্দ করে মাঝে মধ্যে হা করে কি ঔষধ দিলে দুরত সারবে বলবেন
ReplyDeleteমুরগির পেটে পানি হলে কি ঔষধ দিব
ReplyDeleteনাভানা কোম্পানির নাভারিন নামে একটা ঔষধ আছে এটা ব্যাবহার করতে পারেন।
DeleteAmar tiger murger boyos ak mash 10 den Kal thakea thanda khub base aj akta marao gacea ke osud dea Jay bolbean
ReplyDeleteahadali924@gmail.com
ReplyDelete