গবাদি পশুর ফোড়া হলে কি করবেন তা জেনে নিন।

ফোঁড়া
,,,  ,,,, ,,,, ,,,, ,,,, ,,,, ,,,, ,,,, ,,,, ,,,, ,,,,,

# ফোঁড়া গবাদীপশুতে প্রায়শই দেখা যায়।

# ফোঁড়া চামড়ার নীচে বা গভীর হতে পারে।

      কারন,,

# বিভিন্ন প্রকার ব্যকটেরিয়ার কারণে ফোঁড়া হয়।

       লক্ষন,,,

# প্রথম দিকে ফোঁড়া শক্ত ও গরম হয়।

# পরবর্তীতে ফোঁড়ায় চুড়ার মত বের হয়
 এবং নরম হয়।

# প্রথম দিকে চাপ দিলে ব্যথা অনুভুত হয়। এরপর চাপ দিলে নরম বুঝা যায়।

     রোগ নির্নয়,,

# রোগের লক্ষন দেখেই রোগ নির্ণয় করা যায়।

# সুচ দিয়ে ফুটো করলে পুঁজ বের হয়।

    চিকিৎসা, 

# অপরিপক্ক ফোঁড়া বরিক এসিড দিয়ে গরম সেক দিলে পেকে যায়।

# পরিপক্ক ফোঁড়া অপারেশন করে পুঁজ বের করে দিতে হবে।

# এন্টিবায়োটিক, Inj,, Combiciline,,,LA,, 50 ml,,,

মাএা,,১ সিসি ১০ কেজি বডিওয়েডের জন্য, ৪৮ ঘন্টা পরপর মাংসে, ৫/৭ দিন, ।

        অথবা,

Inj,,Dexa-- Sp --50 ml

মাএা,, ১ সিসি ১০ কেজি বডি ওয়েডের জন্য, মাংসে-দৈনিক,

      অথবা,,

Inj,,SP-- Vet---2.5 gm,,

Inj,,SP--Vet--0.5 gm,,৫/৭ দিন,

Liq. H 2 O2--100 ml

দিয়ে পরিস্কার করতে হবে।

গজ, দিতে হবে,,।

Pow,, Sumid vet,,10 gm,,

 লাগাতে হবে।

                ,, ধন্যবাদ,,

No comments

Powered by Blogger.