কিভাবে খামারের পানি বিশুদ্ধকরন করবেন তা জেনে নিন।

#ফার্মারস্_টিপস_২৫
#পানি_বিশুদ্ধকরন
শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে খামারী পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড দেশব্যাপী একটি উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নারিশে কর্মরত ভেটেরিনারিয়ানদের মাধ্যমে খামারীদের শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে গুরত্বপূর্ন পরামর্শ প্রদান করা হবে। সেই সাথে খামারীদের মাঝে শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা গাইড ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট (SI CHLOR-T) প্রদান করা হবে।

উপাদানঃ
প্রতিটি 5 gm এর SI CHLOR-T ট্যাবলেটে আছে 3.3 gm Sodium Dichlorisocyanurate যা একটি শক্তিশালী জীবানুনাশক হিসেবে কাজ করে।

ব্যবহারঃ
১. পানি বিশুদ্ধকরন করতে ব্যবহার করা যায়।
২. ফার্মের উপকরন যেমন খাদ্য ও পানির পাত্র পরিষ্কার করতে ব্যবহার করা যায়।

ডোজঃ
১ টা ট্যাবলেট ৫০০ লিটার পানিতে।

ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে ১ টা ট্যাবলেট ৫০০ মিলি পানিতে গুলিয়ে ৫০০ মিলি স্টক সলিউশন বানিয়ে নিতে হবে।
২. এরপর সেই স্টক সলিউশন থেকে ১ মিলি ১লিটার খাওয়ার পানিতে দিতে হবে।

সুবিধাঃ
১. এই ট্যাবলেট পানিতে মিশিয়ে অপেক্ষা করতে হয় না। ট্যাবলেট পানিতে মিশানোর সাথে সাথে সেই পানি মুরগীকে খেতে দিতে পারবেন।
২. স্টক সলিউশন ৫-৭ দিন সংরক্ষন করতে পারবেন। অর্থাৎ স্টক সলিউশন থেকে ৫-৭ দিন ধরে পানি বিশুদ্ধ করতে পারবেন। সলিউশন সংরক্ষন করার সুযোগ থাকায় ছোট ছোট খামারীরাও এর সুবিধা পাবেন।

সতর্কতাঃ
১. ভ্যাকসিন দেবার আগের দিন, ভ্যাকসিনের দিন ও ভ্যাকসিন দেবার পরের দিন এই ট্যাবলেট যুক্ত পানি মুরগীকে সরাবরাহ করা যাবে না।
২. স্টক সলিউশন বোতলে ভাল করে মুখ বন্ধ করে ঠান্ডা স্থানে সংরক্ষন করতে হবে।

No comments

Powered by Blogger.