কিভাবে খামারের পানি বিশুদ্ধকরন করবেন তা জেনে নিন।
#ফার্মারস্_টিপস_২৫
#পানি_বিশুদ্ধকরন
শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে খামারী পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড দেশব্যাপী একটি উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নারিশে কর্মরত ভেটেরিনারিয়ানদের মাধ্যমে খামারীদের শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে গুরত্বপূর্ন পরামর্শ প্রদান করা হবে। সেই সাথে খামারীদের মাঝে শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা গাইড ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট (SI CHLOR-T) প্রদান করা হবে।
উপাদানঃ
প্রতিটি 5 gm এর SI CHLOR-T ট্যাবলেটে আছে 3.3 gm Sodium Dichlorisocyanurate যা একটি শক্তিশালী জীবানুনাশক হিসেবে কাজ করে।
ব্যবহারঃ
১. পানি বিশুদ্ধকরন করতে ব্যবহার করা যায়।
২. ফার্মের উপকরন যেমন খাদ্য ও পানির পাত্র পরিষ্কার করতে ব্যবহার করা যায়।
ডোজঃ
১ টা ট্যাবলেট ৫০০ লিটার পানিতে।
ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে ১ টা ট্যাবলেট ৫০০ মিলি পানিতে গুলিয়ে ৫০০ মিলি স্টক সলিউশন বানিয়ে নিতে হবে।
২. এরপর সেই স্টক সলিউশন থেকে ১ মিলি ১লিটার খাওয়ার পানিতে দিতে হবে।
সুবিধাঃ
১. এই ট্যাবলেট পানিতে মিশিয়ে অপেক্ষা করতে হয় না। ট্যাবলেট পানিতে মিশানোর সাথে সাথে সেই পানি মুরগীকে খেতে দিতে পারবেন।
২. স্টক সলিউশন ৫-৭ দিন সংরক্ষন করতে পারবেন। অর্থাৎ স্টক সলিউশন থেকে ৫-৭ দিন ধরে পানি বিশুদ্ধ করতে পারবেন। সলিউশন সংরক্ষন করার সুযোগ থাকায় ছোট ছোট খামারীরাও এর সুবিধা পাবেন।
সতর্কতাঃ
১. ভ্যাকসিন দেবার আগের দিন, ভ্যাকসিনের দিন ও ভ্যাকসিন দেবার পরের দিন এই ট্যাবলেট যুক্ত পানি মুরগীকে সরাবরাহ করা যাবে না।
২. স্টক সলিউশন বোতলে ভাল করে মুখ বন্ধ করে ঠান্ডা স্থানে সংরক্ষন করতে হবে।
#পানি_বিশুদ্ধকরন
শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে খামারী পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড দেশব্যাপী একটি উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নারিশে কর্মরত ভেটেরিনারিয়ানদের মাধ্যমে খামারীদের শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরন বিষয়ে গুরত্বপূর্ন পরামর্শ প্রদান করা হবে। সেই সাথে খামারীদের মাঝে শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা গাইড ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট (SI CHLOR-T) প্রদান করা হবে।
উপাদানঃ
প্রতিটি 5 gm এর SI CHLOR-T ট্যাবলেটে আছে 3.3 gm Sodium Dichlorisocyanurate যা একটি শক্তিশালী জীবানুনাশক হিসেবে কাজ করে।
ব্যবহারঃ
১. পানি বিশুদ্ধকরন করতে ব্যবহার করা যায়।
২. ফার্মের উপকরন যেমন খাদ্য ও পানির পাত্র পরিষ্কার করতে ব্যবহার করা যায়।
ডোজঃ
১ টা ট্যাবলেট ৫০০ লিটার পানিতে।
ব্যবহারের নিয়মঃ
১. প্রথমে ১ টা ট্যাবলেট ৫০০ মিলি পানিতে গুলিয়ে ৫০০ মিলি স্টক সলিউশন বানিয়ে নিতে হবে।
২. এরপর সেই স্টক সলিউশন থেকে ১ মিলি ১লিটার খাওয়ার পানিতে দিতে হবে।
সুবিধাঃ
১. এই ট্যাবলেট পানিতে মিশিয়ে অপেক্ষা করতে হয় না। ট্যাবলেট পানিতে মিশানোর সাথে সাথে সেই পানি মুরগীকে খেতে দিতে পারবেন।
২. স্টক সলিউশন ৫-৭ দিন সংরক্ষন করতে পারবেন। অর্থাৎ স্টক সলিউশন থেকে ৫-৭ দিন ধরে পানি বিশুদ্ধ করতে পারবেন। সলিউশন সংরক্ষন করার সুযোগ থাকায় ছোট ছোট খামারীরাও এর সুবিধা পাবেন।
সতর্কতাঃ
১. ভ্যাকসিন দেবার আগের দিন, ভ্যাকসিনের দিন ও ভ্যাকসিন দেবার পরের দিন এই ট্যাবলেট যুক্ত পানি মুরগীকে সরাবরাহ করা যাবে না।
২. স্টক সলিউশন বোতলে ভাল করে মুখ বন্ধ করে ঠান্ডা স্থানে সংরক্ষন করতে হবে।


No comments