Java প্রোগ্রামে Escape Sequence এর ব্যবহার।

জাভাতে এক লাইনের ভিতর output দেখাতে Escape Sequnce ব্যবহার করা হয়।জাভাতে অনেক ধরনের Escape আছে।তাহলে জেনে নেয়া যাক Escape Suqunce .
escape suqnces হলো একটা special charterer.
escape suqunces ব্যবহার করা হয় back slash দিয়ে \.
escape suqunces  এর কি ওয়ার্ড হলো,
\b = এর meaning হলো back space এর সাহায্য আমরা ব্যাক স্পেস বানাতে পারবো।
\ t =এর  meaning হলো Tab    এর সাহেয্য আমরা একটা টেব বানাতে পারবো।
\n = এর meaning হলো new line, এর সাহায্য আমরা নিউ আরেকটা লাইন বানাতে পারবো।
\r = এর meaning হলো carriage retrurn
\"= এর meaning হলো Double quote
\'= এর meaning হলো single quote
\\=এর meraning হলো backslash
উদাহরণ
syatem.out.print("saiful islam \n saif")
এখন output দেখাবে saiful islam
Saif মানে নিচে আরেকটা লাইন দেখাচ্ছে।

এখন দেখবো \t এর ব্যবহার
syatem.out.print("1\t 2")
এখন আমাদের আউটপুট দেখাবে 1 তারপর ৪ ঘর ফাকা রেখে 2 দেখাবে।তারমানে হলো \t 4 ঘরের একটা tab  বানিয়ে দেয়।

এখন দেখবো \" ব্যবহার
 জাভাতে যদি আমরা কোনো আউটপুটের মাজে ডাবল কোটেশন দেখাতে চাই " তাহলে আমাদের কে \" এর ব্যবহার করতে হবে।
যেমন ধরুন system.out.print(" \"saiful\" ")  ;
তাহলে আমাদের আউটপুট কি দেখাবে " saiful".
আশা করি escape suqunces নিয়ে আর কোনো ঝামেলা হবার কথা না।


   

No comments

Powered by Blogger.