স্মার্টফোনের ক্যামেরায় সেন্সর (Sensor) ডিএসএলআর এবং মোবাইল ক্যামেরা সেন্সরের মূল পার্থক্য
পৃথিবীতে এখন সবথেকে বিক্রীত পণ্যের মধ্যে মোবাইল ফোন বা স্মার্টফোন অন্যতম। প্রতিদিন অসংখ্য স্মার্টফোন বিক্রি হচ্ছে। বর্তমান সময়ে শুধু যোগাযোগ রক্ষা করার জন্য নয়, বরং স্মার্টফোনের রয়েছে বহুবিধ ব্যবহার। অনেকেই, বিশেষ করে তরুণ সমাজ, স্মার্টফোনকে এক ‘আদর্শ এবং ঝামেলাবিহীন’ ছবি তোলার মাধ্যম হিসেবে দেখছে।
স্মার্টফোনের ক্যামেরায় প্রতিনিয়ত যুগান্তকারী পরিবর্তন আসছে। বর্তমানে অনেকেই ছবি তোলার জন্য ডিজিটাল ক্যামেরার পরিবর্তে মোবাইল ফোনকেই বেছে নিচ্ছেন। কিন্তু আমাদের অনেকের মোবাইল ফোন ক্যামেরার খুঁটিনাটি নানা দিক সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। এই সম্পর্কে সঠিক ধারণা আমাদের পছন্দমতো স্মার্টফোন কিনতে অনেকাংশে সাহায্য করতে পারে।
সেন্সর (Sensor)
সাম্প্রতিক বছরগুলোতে স্মার্টফোনের ক্যামেরা সেন্সরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ক্যামেরা সেন্সর দিনকে দিন ছোট হচ্ছে। ডিএসএলআর এবং মোবাইল ক্যামেরা সেন্সরের মূল পার্থক্য হচ্ছে ‘সেন্সরের আয়তন’। আপনার যদি ডিএসএল থাকে, তবে দেখবেন এর সেন্সর বেশ বড়, কিন্তু এখনকার একটি ভালো মানের ক্যামেরা ফোনের সেন্সরের পুরুত্ব ১০ মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। এখনকার স্মার্টফোনগুলো আকার-আয়তনে এতটাই ছোট হচ্ছে যে মোবাইল ফোনের ক্যামেরায় বড় সেন্সর ব্যবহার করা সম্ভবই নয়।
সেন্সরের আকারের সাথে এর মধ্য দিয়ে প্রবেশ করা আলোর একটি সম্পর্ক রয়েছে। মোবাইল ফোনের সেন্সরের মধ্য দিয়ে যত বেশি আলো প্রবেশ করতে পারবে, কম আলোতে ঐ ফোনে তোলা ছবি ততই ভালো হবে।


No comments