রাণীক্ষেত লাইভ ভ্যাকসিনে চোখের ফোটায় বা স্প্রে করে দেয়ার গুরুত্ব:-

রাণীক্ষেত লাইভ ভ্যাকসিনে চোখের ফোটায় বা স্প্রে করে দেয়ার গুরুত্ব:-

লাইভ ভ্যাকসিন গুলো দেয়া হয় খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য। যাতে করে ব্রয়লারের মত কম লাইফ স্প্যান করা মুরগীগুলো রক্ষা পায়।

ব্রয়লারে সাধারনত রাণীক্ষেতের লাইভ ভ্যাকসিন গুলো করা হয়। এবং এর ফলে সেল মেডিয়েটেড ইম্যুন রেসপন্স তৈরি হয়। সাধারনত রাণীক্ষেত ভ্যাকসিন করার পর তা চোখের কোনায় অবস্থিত হার্ডেরিয়ান গ্লান্ড নামক কোষে এসে সেখান থেকে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করে। পানিতে এইসব ভ্যাকসিন খাওয়ালে তা দ্রুত প্রতিরোধে ক্ষমতা দিতে পারে না এবং অনেক সময় ভ্যাকসিনের ডোজ যথাযথ রক্ষা হয় না।

কিন্তু চোখের ফোটায় রাণীক্ষেত লাইভ ভ্যাকসিন দিলে তা সরাসরি হার্ডেরিয়ান গ্লান্ডে যায় এবং সবথেকে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে সাহায্য করে। এবং চোখের ফোটায় দেয়ার ফলে ভ্যাকসিনের সঠিক ডোজ রক্ষা হয়।

বড় শেডের ক্ষেত্রে চোখের ফোটায় দেয়া সম্ভব হয়না অনেক সময়। সেক্ষেত্রে স্প্রে করা হলে তা নিঃশ্বাসের মাধ্যমে এবং চোখের মাধ্যমে দ্রুত হার্ডেরিয়ান গ্লান্ডে পৌছায় এবং দ্রুত রোগ প্রতিরোধে ক্ষমতা অর্জনে সাহায্য করে।

No comments

Powered by Blogger.