পুলেটে_ফিঙ্গার_টেস্ট
#লেয়ার_০৫
#পুলেটে_ফিঙ্গার_টেস্ট
আগের দুটি লেখাতে কমার্সিয়াল পুলেট মুরগীতে পিন বোনের দুরত্ব নির্নয়ের গুরত্ব, পদ্ধতি ও স্কোরিং জানানোর চেষ্টা করেছি। আজ স্কোরিং এনালাইসিসের মাধ্যমে কিভাবে লাইটিং ও খাদ্য ম্যানেজমেন্ট করা যায় সেটা লিখার চেষ্টা করলাম।
#পুলেটের_বয়সের_সাথে_আদর্শ_স্কোর
১৯ সপ্তাহ বয়সে প্রোডাকশন শুরু হবে হিসাব করলে ফিঙ্গার টেস্টে যে স্কোর পাওয়া উচিৎ-
১৪ সপ্তাহ বা তার পূর্বে = স্কোর "০"
১৫ ও ১৬ সপ্তাহ = স্কোর "১"
১৭ ও ১৮ সপ্তাহ = স্কোর "২"
১৯ সপ্তাহ বা তারপর = স্কোর "৩" (প্রথম দিকে স্কোরিং পার্সেন্টেজ কম থাকবে বয়স বাড়ার সাথে সাথে স্কোরিং পার্সেন্টেজ বাড়বে। ২২-২৩ সপ্তাহে ৮০% স্কোর "৩" থাকতে হবে।)
#ফিঙ্গার_টেস্টের_উপকারিতা
১. আলোক ব্যবস্থাপনাঃ
বয়সের সাথে মিল রেখে ফিঙ্গার টেস্টে স্কোর কম পাওয়া গেলে এবং স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর কম হলে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। উদাহরন স্বরূপ ১৭ সপ্তাহ বয়সে ফিঙ্গার টেস্টে স্কোর "২" পাবার কথা। কিন্তু এক্ষেত্রে ৮০% এর বেশী স্কোর "১" পাওয়া গেলে অর্থাৎ পিন বোন দুটির মাঝে এক আঙ্গুল দুরত্ব থাকলে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। অর্থাৎ বয়স বেড়ে গেলে এবং ওজন কাঙ্খিত মাত্রায় বা তার বেশী হলেও যদি ফিঙ্গার টেস্টে স্কোর "১" আসে এবং স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর কম হয় তবে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। এক্ষেত্রে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেস ৮০-৮৫% না হওয়া পর্যন্ত লাইট স্টিমুলেশন বন্ধ রেখে স্কোর ইমপ্রুভ করার প্রতি মনোযোগী হতে হবে। আর ১৭ বা ১৮ সপ্তাহে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর বেশী হলে লাইট স্টিমুলেশন দেয়া শুরু করতে হবে। এভাবেই এই টেস্টের স্কোরের মাধ্যমে আলোর ব্যবস্থাপনার সঠিক পদক্ষেপ নেয়া যায়।
২. খাদ্য ব্যবস্থাপনাঃ
পুলেটের ১৭ সপ্তাহ বয়সে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর বেশী এবং বয়স অনুযায়ী পুলেটের ওজন সঠিক থাকলে লেয়ার গ্রোয়ার খাদ্য প্রদান বন্ধ করে প্রি-লেয়ার খাদ্য প্রদান করতে হবে। প্রি-লেয়ার খাদ্যতে বিদ্যমান অতিরিক্ত ক্যালসিয়াম পিন বোন (হাড়) এর গঠনে সাহায্য করে। যদি বয়সের সাথে ওজন ও স্কোর কম থাকে তবে খাদ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এনে বয়সের সাথে পুলেটের ওজন সমন্বয় করতে হবে।
#পুলেটে_ফিঙ্গার_টেস্ট
আগের দুটি লেখাতে কমার্সিয়াল পুলেট মুরগীতে পিন বোনের দুরত্ব নির্নয়ের গুরত্ব, পদ্ধতি ও স্কোরিং জানানোর চেষ্টা করেছি। আজ স্কোরিং এনালাইসিসের মাধ্যমে কিভাবে লাইটিং ও খাদ্য ম্যানেজমেন্ট করা যায় সেটা লিখার চেষ্টা করলাম।
#পুলেটের_বয়সের_সাথে_আদর্শ_স্কোর
১৯ সপ্তাহ বয়সে প্রোডাকশন শুরু হবে হিসাব করলে ফিঙ্গার টেস্টে যে স্কোর পাওয়া উচিৎ-
১৪ সপ্তাহ বা তার পূর্বে = স্কোর "০"
১৫ ও ১৬ সপ্তাহ = স্কোর "১"
১৭ ও ১৮ সপ্তাহ = স্কোর "২"
১৯ সপ্তাহ বা তারপর = স্কোর "৩" (প্রথম দিকে স্কোরিং পার্সেন্টেজ কম থাকবে বয়স বাড়ার সাথে সাথে স্কোরিং পার্সেন্টেজ বাড়বে। ২২-২৩ সপ্তাহে ৮০% স্কোর "৩" থাকতে হবে।)
#ফিঙ্গার_টেস্টের_উপকারিতা
১. আলোক ব্যবস্থাপনাঃ
বয়সের সাথে মিল রেখে ফিঙ্গার টেস্টে স্কোর কম পাওয়া গেলে এবং স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর কম হলে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। উদাহরন স্বরূপ ১৭ সপ্তাহ বয়সে ফিঙ্গার টেস্টে স্কোর "২" পাবার কথা। কিন্তু এক্ষেত্রে ৮০% এর বেশী স্কোর "১" পাওয়া গেলে অর্থাৎ পিন বোন দুটির মাঝে এক আঙ্গুল দুরত্ব থাকলে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। অর্থাৎ বয়স বেড়ে গেলে এবং ওজন কাঙ্খিত মাত্রায় বা তার বেশী হলেও যদি ফিঙ্গার টেস্টে স্কোর "১" আসে এবং স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর কম হয় তবে লাইট স্টিমুলেশন দেয়া যাবে না। এক্ষেত্রে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেস ৮০-৮৫% না হওয়া পর্যন্ত লাইট স্টিমুলেশন বন্ধ রেখে স্কোর ইমপ্রুভ করার প্রতি মনোযোগী হতে হবে। আর ১৭ বা ১৮ সপ্তাহে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর বেশী হলে লাইট স্টিমুলেশন দেয়া শুরু করতে হবে। এভাবেই এই টেস্টের স্কোরের মাধ্যমে আলোর ব্যবস্থাপনার সঠিক পদক্ষেপ নেয়া যায়।
২. খাদ্য ব্যবস্থাপনাঃ
পুলেটের ১৭ সপ্তাহ বয়সে স্কোর "২" ও স্কোরিং পার্সেন্টেজ ৮০% এর বেশী এবং বয়স অনুযায়ী পুলেটের ওজন সঠিক থাকলে লেয়ার গ্রোয়ার খাদ্য প্রদান বন্ধ করে প্রি-লেয়ার খাদ্য প্রদান করতে হবে। প্রি-লেয়ার খাদ্যতে বিদ্যমান অতিরিক্ত ক্যালসিয়াম পিন বোন (হাড়) এর গঠনে সাহায্য করে। যদি বয়সের সাথে ওজন ও স্কোর কম থাকে তবে খাদ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এনে বয়সের সাথে পুলেটের ওজন সমন্বয় করতে হবে।


No comments