গাভীর গর্ভপাত কেনো হয়? এর প্রতিকার কি তা জেনে নিন।

গর্ভপাত কেন হয়? এর একাধিক কারণ রয়েছে।

একটি গাভী যখন বীজ কনসেপ্ট করে গর্ভ ধারণ
করে ৩ মাস.......  ৬,৭,৮,৯ মাসে গর্ভপাত ঘটায় তা আসলে দুঃখ জনক।
আসুন জেনে নেয় গর্ভপাত হওয়ার কিছু কারণ।

১।বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস এর কারনে গর্ভপাত ঘটে যায়।

২।গাভী গাভীন হলে যদি খুরা রোগ দেখা দেয় সেই সময়ে ও গর্ভপাত ঘটে থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চা জীবিত প্রসব করলে পরে মারা যায়।

৩।কিছু কিছু ইনজেকশন গর্ভকালে ব্যবহার করলে ও গর্ভপাত ঘটতে পারে। যেমনঃ ভিটামিন এডি৩ই, অক্সিটোসিন,জেন্টামাইসিন, পেনিসিলিন, ডেক্সামেথাসন এই ধরণের ইনজেকশনের কারণে হতে পারে।

৪।গর্ভবতী গাভী বিষক্রিয়ার কারণে ও গর্ভপাত ঘটে থাকে।

৫।গাভীর শরীলে পুষ্টির অভার থাকলে ভিটামিনের ঘাটতি হলে ও স্বাস্থ্যহীনতা দেখা দিলে ও গর্ভপাত ঘটে থাকে।

৬।গর্ভকালে কৃমিনাশক ঔষুদ/অন্যান্য মেডিসিন খাওয়ালে যদি গাভী লাফালাফি করে জোরাজোরি করে ঔষুদ খাওয়ানো হয় সেই সময়ে গর্ভপাত ঘটে যেতে পারে।
গর্ভপাত হওয়ার এই কারণটি বিভিন্ন এলাকাতে দেখা যায়।

৭।গর্ভকালে গাভীকে গাড়িতে উঠানামা করলে অথবা গাভী পড়ে গিয়ে আচার গেলে ও দৌড়াদৌড়ি করলে গাভীকে কোন লাঠি বা বেত দিয়ে আঘাত করলে ও গর্ভপাত ঘটে যেতে পারে।

৮।রৌদ্রে সারাদিন বেঁধে রেখে গাভী যদি অতিরিক্ত পানি পিপাসা লেগে থাকে সেই সময় যদি প্রতিদিনের তুলনায় অতিরক্ত পানি খেয়ে থাকে সেই সময় সমস্যা হতে পারে।

==============প্রতিরোধ===============
উপরোক্ত বিষয় গুলো খেয়াল রেখে মেনে চলবেন পাশাপাশি খামার পরিস্কার পরিচ্ছন্ন রেখে জীবাণুমুক্ত রাখবেন ইনশাআল্লাহ্ এই সমস্যা থেকে রেহায় পেতে পারেন।
তার পরে ও যদি এমন হয় তো আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ গর্ভপাত ঘটলে গাভীকে পরপর নূন্যতম ২টি হিট মিস করে ৩য় হিটে বীজ/পাল দিবেন তবে আশা করা যায় উক্ত সমস্যাটি হবে না ইনশাআল্লাহ্।

মোঃ জুলমত আলী

No comments

Powered by Blogger.