ছাগলের খুর বড় হয় কেন ...???
ছাগলের খুর বড় হয় কেন ...???
খুর অস্বাভাবিক বেশী বড় হওয়ার পিছনে বড় কারন আমার মনে হয়েছে জিংক এর অভাব।
যে ছাগির জিংক এর অভাব থাকে তার গর্ভের বাচ্চাও জিংক এর অভাব নিয়ে জন্ম গ্রহণ করে।
আমি ছাগল পালনের শুরু থেকেই মাঝে মধ্যে জিং ব্যবহার করি এই জন্য মনে হয় আমার ছাগল এর খুর অস্বাভাবিক বেশী হয় না।
জিঙ্ক এর অভাব জনিত রোগ এবং লক্ষণ মুখ থেকে লালা পড়া, খুড়ার আকৃতি অস্বাভাবিক বৃদ্ধি হওয়া বা খুরের গঠন ভালো না হওয়া, পায়ের গিট এ ব্যাথা হওয়া, চামড়া বিভিন্ন ধরণের রোগ হওয়া, পাঠার অন্ডকোষ ছোট আকৃতির হওয়া, ব্রিড/মিলন করতে আগ্রহী না হওয়া ইত্যাদি।
Zinc deficiency:
Stiff joints, skin problems, low interest in breeding, deformed hooves, excessive salivating.
Stiff joints, skin problems, low interest in breeding, deformed hooves, excessive salivating.
জিংক এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেস্টা করুন এর জন্য গুগল এর সহযোগিতা নিতে পারেন, নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, অনলাইন পরিচিত অভিজ্ঞ খামারি ভাইদের সাথে আলোচনা করতে পারেন। অভিজ্ঞতা বা যথাযথ জ্ঞান অর্জন করুন তাহলে ফার্মিং টাও সহজ মনে হবে।
ধন্যবাদ সকল ছাগল প্রেমি ভাইদেরকে।
ধন্যবাদ সকল ছাগল প্রেমি ভাইদেরকে।
সুত্রঃ ইন্টারনেট।


No comments