Imaikkaa Nofigal Movie Bangla Review
#রিভিউ
মুভি - Imaikkaa Nodigal (Blinkless Seconds)
জন্রা - Crime, Thriller
ল্যাঙ্গুয়েজ - Tamil
ডিরেক্টর - R. Ajay Gnanamuthu
কাস্ট - Nayanthara, Atharvaa, Anurag Kashyap, Raashi Khanna
ডিউরেশন - 170 minutes
আইএমডিবি রেটিং - 7.5
পার্সোনাল রেটিং - 8.0
প্লট - পাঁচ বছর আগে মৃত ঘোষিত একজন সিরিয়াল কিলারের (Rudra) পুনরাগমনের মাধ্যমে কাহিনী শুরু। পাঁচ বছর আগেকার মতোই একই প্যাটার্নে আবারো খুন করে চলেছে সে। Anjali, আগেরবার যে কেইসটির সমাধানে নিযুক্ত ছিল তাকেই এবারেও দায়িত্ব দেয়া হয়। Anjali-র মতে - নতুন সিরিয়াল কিলার Rudra নয়, সে অন্য কেউ, মৃত কিলারের নাম নিয়ে চলছে। কিন্তু ঘটনা শুধু এখানেই নয়। একের পর এক প্যাঁচ খুলতে থাকবে আর আপনি শুধু হাঁ হতে থাকবেন।
***
মুভি মাত্রই শেষ করে উঠলাম। "কি দেখলাম এইটা!" ফিলিংসটা আরো কয়েকঘণ্টা স্থায়ী হবে মনে হচ্ছে। দুর্দান্ত থ্রিল ছিল।
রোমান্স, থ্রিল, একশান, ইমোশনাল সীন সবমিলিয়ে টোটাল প্যাকেজ 😄অনুরাগ কাশ্যপ সেই বলতে হয়! ❤️ গানগুলোর খুব একটা প্রয়োজন ছিল না মুভিতে, এছাড়া সবকিছুই ভালো লেগেছে।
বহুদিন এমন মুভি দেখি না 🙁 এমন মারাত্মক কিছু মুভির নাম মাথায় থাকলে সাজেস্ট করতে পারেন 😁 হলিউড বাদে, হলিউডের থ্রিলার-টুইস্ট মুভি প্রায় সবই দেখা হয়ে গেছে, আর কিছু পাচ্ছি না। অন্য দেশী সাজেস্ট করতে পারেন।
মুভি - Imaikkaa Nodigal (Blinkless Seconds)
জন্রা - Crime, Thriller
ল্যাঙ্গুয়েজ - Tamil
ডিরেক্টর - R. Ajay Gnanamuthu
কাস্ট - Nayanthara, Atharvaa, Anurag Kashyap, Raashi Khanna
ডিউরেশন - 170 minutes
আইএমডিবি রেটিং - 7.5
পার্সোনাল রেটিং - 8.0
প্লট - পাঁচ বছর আগে মৃত ঘোষিত একজন সিরিয়াল কিলারের (Rudra) পুনরাগমনের মাধ্যমে কাহিনী শুরু। পাঁচ বছর আগেকার মতোই একই প্যাটার্নে আবারো খুন করে চলেছে সে। Anjali, আগেরবার যে কেইসটির সমাধানে নিযুক্ত ছিল তাকেই এবারেও দায়িত্ব দেয়া হয়। Anjali-র মতে - নতুন সিরিয়াল কিলার Rudra নয়, সে অন্য কেউ, মৃত কিলারের নাম নিয়ে চলছে। কিন্তু ঘটনা শুধু এখানেই নয়। একের পর এক প্যাঁচ খুলতে থাকবে আর আপনি শুধু হাঁ হতে থাকবেন।
***
মুভি মাত্রই শেষ করে উঠলাম। "কি দেখলাম এইটা!" ফিলিংসটা আরো কয়েকঘণ্টা স্থায়ী হবে মনে হচ্ছে। দুর্দান্ত থ্রিল ছিল।
রোমান্স, থ্রিল, একশান, ইমোশনাল সীন সবমিলিয়ে টোটাল প্যাকেজ 😄অনুরাগ কাশ্যপ সেই বলতে হয়! ❤️ গানগুলোর খুব একটা প্রয়োজন ছিল না মুভিতে, এছাড়া সবকিছুই ভালো লেগেছে।
বহুদিন এমন মুভি দেখি না 🙁 এমন মারাত্মক কিছু মুভির নাম মাথায় থাকলে সাজেস্ট করতে পারেন 😁 হলিউড বাদে, হলিউডের থ্রিলার-টুইস্ট মুভি প্রায় সবই দেখা হয়ে গেছে, আর কিছু পাচ্ছি না। অন্য দেশী সাজেস্ট করতে পারেন।


This article is very good with its great information. Thank you for watching this 123movies.Thank You again.
ReplyDelete