Huawei Nova 4

Huawei nova 3i এর চমকের পর,নতুন চমক নিয়ে এলো Huawei nova 4.
আসুন এক পলকে দেখে নেয়া যাক কি ফিচার যোগ করছে এই নতুন NOVA 4 ডিবাইসে।

১- নেটওয়ার্ক

  • এই ফোনটিতে যুক্ত করেছে GSM/HSPA/LTE টেকনোলজি।


২- বডি

  • ★আয়তন  ১৫৭×৭৫.১×৭.৮ mm(৬.১৮×২.৯৬×০.৩১ in)
  • ★ওজন ১৭২ গ্রাম (৬.০৭ oz)
  • ★ সিমঃঃ ডাবল সিম (নানো সিম ২ টি সিম চলিত থাকবে)


৩- ডিসপ্লে

  • ★ ধরন- IPS LCD কেপাচিটি টার্চ স্ক্রিন যাতে রয়েছে ১৬ মিলয়ন কালার কমনিকেশন।
  • ★ সাইজ - ৬.৪ ইঞ্চি ১০১.৪ ছেন্টি মিটার(~86.0% sreen-to-body ratio)
  • ★ রেজুলেশন -    ১০৮০×২৩১০ পিকক্সেল (~৩৯৮ ppi density)
  • ★মাল্টিটার্চ - হ্যা


৪ - প্লাটফর্ম

  • ★ OS  এন্ড্রয়েড ৯ .০ (pie)
  • ★চিপ্সট Hisilicon kirin 970(10 nm)
  • ★ CPU অক্টা কোর (4×2.4 GHz cortex-A73&1.8GHz cortex-A53)
  • ★GPU Mail G-72  MP12


৫ - মেমোরি

  • ★ কার্ড সোল্ট মাইক্রো এসডি ৫১২ জিবি
  • ★ইন্টারনেল ১২৮ জিবি,৮ জিবি রেম।


৬ - মেইন ক্যামেরা

  • ★ এই ফোনে ৩ টি ক্যামেরা রয়েছে পেছনে।
  • প্রথম ক্যামেরাটি হচ্ছে ৪৮ এমপি ,এফ/১.৮ pdaf
  • ২য় ক্যামেরাটি হচ্ছে ১৬ এমপি,এফ/২.২
  • ৩য় ক্যামেরাটি হচ্ছে ২ এমপি ,এফ ২.৪
  • ★ফিচার লেড ফ্লাস,এইচ ডি আর,পানোরুমা।
  • ★ভিডিও 2160p@30fps,1080p@30fps,(gyro-EIS)


৭ - সেলফি ক্যামেরা

  • ★সিংগেল ২৫ এমপি, এফ/২.০
  • ★ফিচার এইচ ডি আর
  • ★ভিডিও 1080p@30 fps,(gyro-EIS)


৮ - সাউন্ড

  • ★এলার্ড টাইপ ভাইবেরশন এমপি৩ অয়াব রিংটোন
  • ★লাউডস্পিকার আছে
  • ৩.৫ এম এম হেড ফোন জ্যাক।


৯ - কানেকশন

  • ★wlan wi-fi 802.11 a/b/g/n/ac dual-band,wifi direct,hotspot
  • ★Bluetooth 4.2 A2DP,EDR,LE,aptXHD
  • ★GPS with A-GPS,GLONASS,BDS
  • ★দুঃখের বিষয় হলো রেডিও নেই এই ফোনটিতে।
  • ★ USB 2.0,type-C1.0 reversible connetor


10 - ফিচার
  • ★সেনসর ফিংগারপিন্ট (rear-mounted),accelerometer,proximity,compasd
  • ★মেসেজিং sms(threaded view),MMs ,email,   push email,IM
  • ★ ব্রাউজিং HTML5
  • Fast battery charging 9v/2A 18W
  • Mp4/H.264 player
  • Mp3/eAAC+WAV/Flac player
  • Document viewer,Photo/video editor


১১ - ব্যাটারি

  • ★ নন রিমোভাল Li-lon 3750 mah battery


ফোনটির রং  - নিল,লাল,সাদা,কালো।

এই ফোনটিই হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস।
বলে রাখা ভালো যে আইফোনের পর হুয়াওয়ে কোম্পানি ২য় তে আছে টেকনোলজির দিক দিয়ে।
আশা করি ফোনের রিভিউ টা ভালো লেগেছে আপনার কাছে।
ধন্যবাদ                   

No comments

Powered by Blogger.