নতুন করে ৪১ টি পেশার উপর নিষেধাজ্ঞা সৌদি আরবের।
#ব্রেকিং_নিউজ
সৌদি মিনিষ্ট্রি অপ লেবার কোর্ট হতে নতুন করে আরো ৪১ টি পেশার উপর আধিবাসীদের নিষেধাজ্ঞা জারি করছেন।যা কিনা আগামী নতুন বছরের ১৯ সালের এপ্রিল ৭ তারিখ থেকে শুরু হবে এবং বিভিন্ন বেসরকারী টুরিষ্ট হোটেল,শপিং মার্কেট,কমার্শিয়াল সেন্টার,এনজিও গুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলো তে ১০০% সৌদি করন করতে যাচ্ছে দেশটির সরকার।
গুরুত্বপূর্ণ পেশা গুলোর নাম নিম্নে দেওয়া হলোঃ
১. হালকা জাতীয় গাড়ি চালক।
২. অর্ডার গ্রহণকারী।
৩. নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা।
৪. খাদ্য পরিষেবা কর্মচারী।
৫. টেলিফোন অপারেটর।
৬.তথ্য-এন্ট্রি ক্লার্ক।
৭.প্রশাসনিক ক্লার্ক।
৮.সেক্রেটারি
৯.জেনারেল সার্ভিস সুপারভাইজার।
১০.রুম সার্ভিস সুপারভাইজার
১১.রক্ষণাবেক্ষণ সুপারভাইজার
১২. বিক্রয় ও বিপণন সুপারভাইজার,
১৩. নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার,
১৪.পর্যটন কর্মসূচী সুপারভাইজার,
১৫. ফ্রন্ট অফিস সুপারভাইজার,
১৬.টেলিফোন অপারেটর সুপারভাইজার,
১৭.নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা,
১৮.ভারপ্রাপ্ত পরিচালক,
১৯.রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক,
২০.রুম সার্ভিস ম্যানেজার,
২১.গ্রাহক সেবা ব্যবস্থাপক,
২২. প্রশাসনিক পরিচালক,
২৩.বিক্রয় ও বিপণন প্রতিনিধি,
২৪.পর্যটন কর্মসূচীর পরিচালক,
২৫.ফ্রন্ট অফিসের পরিচালক, এবং
২৬.কর্মীদের সম্পর্কের পরিচালক।
সৌদি আরব ২০১৮ সালে ১২ টি পেশার উপর নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে ৮ কার্যকর করা হয়েছে।
৮ টি পেশা হলোঃঃ ১ রেডিমেড গার্মেন্টস আইটেম
২/ ফার্নিচার
৩/বাসার আসবাপত্র
৪/কার্পেটের দোকান
৫/চশমা
৬/ঘড়ি
৭/হালুয়া
৮/আওয়ানি মঞ্জিল।
এই ৮ পেশার উপর ৭০% সৌদি করন করা হয়েছে।
নতুন করে আবার ৪১ টি পেশা আরোপ করা হয়েছে।
এতে করে বাংলাদেশের প্রায় ৪০% লোক কাজ করে।এই নিয়ম ১০০% করা হলে ২৫ লক্ষ বাংলাদেশীর মধ্যে ১০ লক্ষ লোক বেকার হয়ে বাংলাদেশ যেতে হবে।
http://www.arabnews.com/node/1421836/saudi-arabia
সৌদি মিনিষ্ট্রি অপ লেবার কোর্ট হতে নতুন করে আরো ৪১ টি পেশার উপর আধিবাসীদের নিষেধাজ্ঞা জারি করছেন।যা কিনা আগামী নতুন বছরের ১৯ সালের এপ্রিল ৭ তারিখ থেকে শুরু হবে এবং বিভিন্ন বেসরকারী টুরিষ্ট হোটেল,শপিং মার্কেট,কমার্শিয়াল সেন্টার,এনজিও গুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলো তে ১০০% সৌদি করন করতে যাচ্ছে দেশটির সরকার।
গুরুত্বপূর্ণ পেশা গুলোর নাম নিম্নে দেওয়া হলোঃ
১. হালকা জাতীয় গাড়ি চালক।
২. অর্ডার গ্রহণকারী।
৩. নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা।
৪. খাদ্য পরিষেবা কর্মচারী।
৫. টেলিফোন অপারেটর।
৬.তথ্য-এন্ট্রি ক্লার্ক।
৭.প্রশাসনিক ক্লার্ক।
৮.সেক্রেটারি
৯.জেনারেল সার্ভিস সুপারভাইজার।
১০.রুম সার্ভিস সুপারভাইজার
১১.রক্ষণাবেক্ষণ সুপারভাইজার
১২. বিক্রয় ও বিপণন সুপারভাইজার,
১৩. নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার,
১৪.পর্যটন কর্মসূচী সুপারভাইজার,
১৫. ফ্রন্ট অফিস সুপারভাইজার,
১৬.টেলিফোন অপারেটর সুপারভাইজার,
১৭.নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা,
১৮.ভারপ্রাপ্ত পরিচালক,
১৯.রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক,
২০.রুম সার্ভিস ম্যানেজার,
২১.গ্রাহক সেবা ব্যবস্থাপক,
২২. প্রশাসনিক পরিচালক,
২৩.বিক্রয় ও বিপণন প্রতিনিধি,
২৪.পর্যটন কর্মসূচীর পরিচালক,
২৫.ফ্রন্ট অফিসের পরিচালক, এবং
২৬.কর্মীদের সম্পর্কের পরিচালক।
সৌদি আরব ২০১৮ সালে ১২ টি পেশার উপর নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে ৮ কার্যকর করা হয়েছে।
৮ টি পেশা হলোঃঃ ১ রেডিমেড গার্মেন্টস আইটেম
২/ ফার্নিচার
৩/বাসার আসবাপত্র
৪/কার্পেটের দোকান
৫/চশমা
৬/ঘড়ি
৭/হালুয়া
৮/আওয়ানি মঞ্জিল।
এই ৮ পেশার উপর ৭০% সৌদি করন করা হয়েছে।
নতুন করে আবার ৪১ টি পেশা আরোপ করা হয়েছে।
এতে করে বাংলাদেশের প্রায় ৪০% লোক কাজ করে।এই নিয়ম ১০০% করা হলে ২৫ লক্ষ বাংলাদেশীর মধ্যে ১০ লক্ষ লোক বেকার হয়ে বাংলাদেশ যেতে হবে।
http://www.arabnews.com/node/1421836/saudi-arabia

SO SAD
ReplyDelete