Abortion বা গর্ভপাত কি? দেখুন এক হ্রদয় বিদারক ঘটনা।

বাচ্চা নষ্ট করার সব পদ্ধতি এক ধরণের লম্বা নল জরায়ুতে ঢুকিয়ে গর্ভের শিশুটিকে প্রথমে ক্ষত-বিক্ষত করা হয়।

পরে ভ্যাকুয়াম সাকারের মাধ্যমে শিশুটিকে শুষে আনা হয়।গর্ভপাতের সময়কার শিশুটির অব্যাক্ত বেদনা কারো কানে পৌঁছে না।মানুষ নামের নর-পশুর নির্মমতায় একটি নিষ্পাপ শিশু মৃত মাংসপিণ্ডে পরিণত হয়।

যেসব মা ক্ষণিকের সুখের জন্য নিজ গর্ভের সন্তানকে পাশবিকভাবে হত্যা করে
তাদের জন্য হৃদয় উগড়ে দেয়া সীমাহীন ঘৃণা।
Abortion জিনিস টা কি? নিচে একটু পড়ে দেখুন হৃদয় হীন মানুষের হৃদয়ে ও কমপনের সৃষ্টি হবে।
লেখাটা লিখতে গিয়ে কতবার যে হাত কেপেছে পড়ে দেখুন,নিজের বিবেকে নাড়া দেয় কিনা??

প্রথম_মাস- হ্যালো মা.....!!কেমন আছো তুমি? জানো আমি এখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!!কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।

দ্বিতীয়_মাস- মা,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা
শিখেছি,তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে
বাইরে আসার সময় এখনো হয়নি আমার,এখানেই উষ্ণ অনুভব করি খুব।

তৃতীয়_মাস -মা তুমি কি জানো আমি যে একটা মেয়ে?পরী পরী লাগবে আমাকে,আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে,তুমি মাঝে মাঝে কাঁদো কেনো মা?তুমি কাঁদলে আমারও কান্না পায়...

চতুর্থ_মাস- আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে;মা আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে
পারি,মাথা নাড়াতে পারি,অনেক কিছুই করতে পারি।

পঞ্চম_মাস-মা তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে..?  কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি,তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।

ষষ্ঠ_মাস-মা আমি অনেক ব্যথা পাচ্ছি মা, ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে
ঢুকাচ্ছে,ওদের থামতে বলো মা আমি তোমাকে ছেড়ে কথাও যাবো না মা..

সপ্তম_মাস-মা কেমন আছো?আমি এখন স্বর্গেআছি একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে,এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে,তুমি আমাকে কেন চাওনি মা?
আমি কি এতটাই খারাপ?
আমাকে যদি নাই চাও তাহলে কেন আমাকে তোমার গর্ভে ধারণ করেছিলে?বলো না মা,
কেন এমন করলে (মা)......???

মা তোকে বড্ড ভালবাসিরে মা,কিন্তু তুই (মা) আমাকে দুনিয়ার আলো দেখতে দিলিনারে মা .....

#দেখুন_মহান_আল্লাহ_কি_বলেছেন__________

قُلْ تَعَالَوْاْ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلاَّ تُشْرِكُواْ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلاَ تَقْتُلُواْ أَوْلاَدَكُم مِّنْ إمْلاَقٍ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلاَ تَقْرَبُواْ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلاَ تَقْتُلُواْ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللّهُ إِلاَّ بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

 অর্থঃবলো, এসো তোমাদের উপর  তোমাদের রব যা হারাম করেছেন ,তা তিলাওয়াত করি যে,তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি এহসান করবে এবং দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না।অামিই তোমাদরকে রিজিক দেই এবং তাদেরকেও।অার অশ্লীল কাজের নিকটবর্তী হবে না- তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে।অার বৈধ করণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করোনা, অাল্লাহ্ যা হারাম করেছেন।এগুলা অাল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন,যাতে তোমরা বুঝতে পারো।

                          সূরাঃআন-আম, অায়াত-১৫১

কত সহজেই হত্যা করছি একটা জীবন! কত নিষ্ঠুর ভাবে শেষ করে দিচ্ছি একটা নিষ্পাপ অাত্মাকে।অাল্লাহর নির্দেশ ও যদি না মানি কি অাছে অামাদের জীবনে?

কি হবে ভবিষ্যৎ কবর,হাসর মিজান,পুলসিরাত!!
ইসস, কেন ভাবিনা এসব অামরা??

কেন ভয় হয়না সেদিনের, যেদিন সম্মত কিছুর হিসাব নেওয়া হবে!! 

[কপি পোস্ট ]

No comments

Powered by Blogger.